খানা খাওয়া শুরু ও শেষের দোআ।
খানা মানুষের জন্য আল্লাহ্ তায়ালার পক্ষ থেকে আশা, এক বিরাট নিয়ামত। মানুষ তাঁর জিবতদশাই কি খাবে , আল্লাহ্ তায়ালা তা পূর্বেই নির্ধারণ করে রেখেছেন। তাই খানা খাওয়ার আগে ও পরে আল্লাহ্ তায়ালার সুক্রিয়া আদাই করা উচিত। খানা খাওয়া শুরুর দোআ হচ্ছে-
উচ্চারনঃ বিস্মিল্লাহি অয়া আলা বারাকাতিল্লাহি ।
অর্থঃ আল্লাহ্ তায়ালার নামে এবং তারই বরকতে শুরু করছি।
খানা খাওয়া শেষ হয়ে গেলে যে দোআ পড়বো তা নিচে তুলে ধরা হইল।
উচ্চারনঃ আলহামদু লিল্লাহিল্লাজি আত আমানা অয়া সাক্কানা অয়া জা আলানা মিনাল মুস্লিমিন।
অর্থঃ সমস্ত প্রশংসা ঐ আল্লাহ্র যিনি আমাদেরকে খাওয়ালেন এবং পান করালেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করলেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url